ইমন রহমান
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নেত্রকোনার কেন্দুয়ায় ১২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজমুল হক। আটককৃত ব্যক্তিরা হলেন-কেন্দুয়া উপজেলার চকবাট্রা গ্রামের মৃত আঃ রহিম ভূঁইয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (৪৫) এবং অপর আসামী হলেন একই উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত হারাধন মিয়ার ছেলে মোঃ বাচ্চু মিয়া (৬৩)। আসামি বাবুল মিয়া দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে সম্পৃক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এর আগে গত বুধবার আনুমানিক রাত ১১ টার দিকে আটককৃত বাবুল মিয়ার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজমুল হক এবং সাথে ছিলেন নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম ।আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিদর্শক মোঃআজগর আলী বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।আসামিকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
Leave a Reply