দুইটি শালিক রোজ সকালে
ভোরের আলোর আগে ,
রবের ডাকে সারা দিয়ে
রাত পোহালেই জাগে ।
খাবারের খোঁজ করতে আসে
পুবের জানালা ধরে ,
থাই গ্লাসের বাঁধা পেড়িয়ে
আসতে নাহি পারে ।
থাই জানালায় উঁকি মেরে
আমায় ডেকে বলে ,
সকালের খাবার কখন খাবে
দুপুর গড়িয়ে এলে ।
বড্ড বেশি ক্ষুধা পেয়েছে
আমায় খাবার দাও ,
বিছানা ছেড়ে উঠে এবার
ইস্কুলেতে যাও ।
Leave a Reply