হাজার রকম মানুষ দেখি
হাজার রকম বায়না ,
বছরের পর বছর দেখেও
মানুষ চেনা যায় না ।
মানুষ চিনতে লাগে অর্থ
নয়তো লাগে কিছু স্বার্থ ,
ভালো থাকতে অর্থ লাগে
নয়তো জীবন ব্যর্থ।
আজব এক জিনিস টাকা
বেশি থাকলেও ক্ষতি ,
না থাকলে মূল্যহীন তুমি
হলেও মহারথী ।
চলতে গেলে টাকা লাগে
ভালো কাজে সৎ সাহস,
এই দুটোতেই একটা মানুষ
পরিপূর্ণ দশে দশ ।
Leave a Reply