মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার
জামালপুরে প্রধান সড়কে রেলওয়ে ওভারপাস ও সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে।
বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী আলহাজ্ব নুরল ইসলাম নিরল, মোখলেছুর রহমান সোহেল, রুহুল আমিন রাজা ও মনিরুল ইসলাম মনি।
বক্তারা বলেন, তারা ৪৪ জন ব্যবসায়ী রেলওয়ের লিজকৃত জমিতে ঘর উত্তোলন করে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করেন। সড়ক ও জনপথ বিগত সরকারের সময় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু করলে ক্ষতিপুরণ না দিয়েই তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়েছে। এরপর থেকে এসব ব্যবসায়ী পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে।
অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
Leave a Reply