শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ৩টি ফুটওভার ব্রিজগুলো এখন পথচারীদের জন্য এক ভয়ংকর ডাকাতির ফাঁদে পরিণত হয়েছে। রাতে ব্রিজগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পরই পুরো এলাকা গভীর অন্ধকারে ঢেকে যায়। এতে পথচারীদের চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হচ্ছে। ছিনতাইসহ নানা অপরাধমূলক ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজে লাইটিং এর ব্যবস্থা নেই। সন্ধ্যার পর থেকে ব্রিজটি ঘন অন্ধকারে ঢেকে যাওয়ায় অপরাধীরা সুযোগ গ্রহণ করছে। পথচারীরা জানান, প্রায়ই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা দলবদ্ধ হয়ে পথচারীদের টার্গেট করে মূল্যবান জিনিসপত্র মোবাইল, টাকা, অলংকার, ছিনিয়ে নেয়। বিশেষ করে সন্ধ্যার পর একা চলাচল করা নারী ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন।
ছিনতাই ও অপরাধের শিকার পথচারীদের অভিজ্ঞতা চন্দ্রা এলাকার বাসিন্দা বাইজিদ বলেন, গত সপ্তাহে আমার এক আত্মীয় রাত ৯টার দিকে ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। ওরা তার মোবাইল ফোন মানিব্যাগ ছিনিয়ে নেয়। ব্রিজে লাইটিং না থাকায় কেউ কিছুই বুঝতে পারেনি। পরে স্থানীয়রা এসে তাকে সাহায্য করেন।
স্থানীয় দোকানদার মনির হোসেন বলেন, ফুটওভার ব্রিজের নিচেই আমার দোকান। প্রায়ই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সন্ধ্যার পর ব্রিজে অন্ধকার নেমে এলে অপরাধীরা ওঁৎ পেতে থাকে। পথচারীদের নিরাপত্তার জন্য এখানে পর্যাপ্ত আলো পুলিশি টহলের ব্যবস্থা করা দরকার।
Leave a Reply