1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
কালিয়াকৈর ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে সকল পেশার মানুষ - Crime Report 24
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে সকল পেশার মানুষ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বোমা উদ্ধার ময়মনসিংহে সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন কলাপাড়ায় ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়।। দেশের সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজকে কটুক্তি; লাকসামে সাংবাদিকদের মানববন্ধন তেরখাদায় নৌকার চেয়ারম্যান প্রার্থী পদ পেলেন বিএনপির কমিটিতে। নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২কেজি গাঁজাসহ ২জন আটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান শিক্ষার অগ্রগতি ও উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় অসহায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ’র চাবি হস্তান্তর ও খাদ্য সহায়তা প্রদান আমতলীতে তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, আদালতে মামলা!

কালিয়াকৈর ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে সকল পেশার মানুষ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ৩টি ফুটওভার ব্রিজগুলো এখন পথচারীদের জন্য এক ভয়ংকর ডাকাতির ফাঁদে পরিণত হয়েছে। রাতে ব্রিজগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পরই পুরো এলাকা গভীর অন্ধকারে ঢেকে যায়। এতে পথচারীদের চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হচ্ছে। ছিনতাইসহ নানা অপরাধমূলক ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজে লাইটিং এর ব্যবস্থা নেই। সন্ধ্যার পর থেকে ব্রিজটি ঘন অন্ধকারে ঢেকে যাওয়ায় অপরাধীরা সুযোগ গ্রহণ করছে। পথচারীরা জানান, প্রায়ই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা দলবদ্ধ হয়ে পথচারীদের টার্গেট করে মূল্যবান জিনিসপত্র মোবাইল, টাকা, অলংকার, ছিনিয়ে নেয়। বিশেষ করে সন্ধ্যার পর একা চলাচল করা নারী ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন।

ছিনতাই ও অপরাধের শিকার পথচারীদের অভিজ্ঞতা চন্দ্রা এলাকার বাসিন্দা বাইজিদ বলেন, গত সপ্তাহে আমার এক আত্মীয় রাত ৯টার দিকে ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। ওরা তার মোবাইল ফোন মানিব্যাগ ছিনিয়ে নেয়। ব্রিজে লাইটিং না থাকায় কেউ কিছুই বুঝতে পারেনি। পরে স্থানীয়রা এসে তাকে সাহায্য করেন।

স্থানীয় দোকানদার মনির হোসেন বলেন, ফুটওভার ব্রিজের নিচেই আমার দোকান। প্রায়ই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সন্ধ্যার পর ব্রিজে অন্ধকার নেমে এলে অপরাধীরা ওঁৎ পেতে থাকে। পথচারীদের নিরাপত্তার জন্য এখানে পর্যাপ্ত আলো পুলিশি টহলের ব্যবস্থা করা দরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ