লাকসাম প্রতিনিধিঃ
সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীলদের নিয়ে লাকসাম ইকরা মাদরাসার পরিচালক হাফেজ আজিজের জামাতা মইনুল ইসলাম জাফরী কুরুচিপূর্ণ ও কটুক্তি করার প্রতিবাদে লাকসামে সাংবাদিকর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনকরেছেন৷
বৃহত্তর লাকসাম কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজ। বৃহস্পতিবার (২৪এপ্রিল) সকাল দশটায় জাফরীর বিচার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে লাকসাম উপজেলা প্রেসক্লাব, লাকসাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজ৷
জানা যায়, কুমিল্লার লাকসামে ইকরা মহিলা মাদরাসার নাহবির (৭ম) শ্রেণীর আবাসিক শিক্ষার্থী সামিয়া (১৩) নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠার পর দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমসহ সকল গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করে।
নিহত সামিয়ার মা বাদি হয়ে লাকসাম থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ইকরা মাদরাসার পরিচালক হাফেজ আজিজের জামাতা মইনুল ইসলাম জাফরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাংবাদিক ও সুশীল সমাজকে নিয়ে কয়একটি কুরুচিপূর্ণ ও কটুক্তিমূলক মন্তব্য করেন। জাফরী তার অএক মন্তব্যে বলেন “কলেজ ইউনিভার্সিটির ডাস্টবিন থেকে বেঁচে যাওয়া নবজাতকগুলো বড় হয়ে সাংবাদিক হয় অথবা সুশীল নামক কুলাঙ্গার হয়”। মন্তব্যটি ফেইসবুকে সাংবাদিকদের নজরে আসলে, মুহূর্তেই ফুঁসে ওঠে সর্বমহল।
বৃহস্পতিবার সকাল দশটায় জাফরীর বিচার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে লাকসাম উপজেলা প্রেসক্লাব, লাকসাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজ।
এবিষয়ে লাকসাম প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ এর সাথে কথা বললে তিনি জানান -ইকরা মাদরাসার পরিচালক হাফেজ আজিজের জামাতা মইনুল ইসলাম জাফরী সাংবাদিক ও সুশীল সমাজ নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে,সেটা সারা দেশের সকল সাংবাদিক ও সুশীল সমাজকে আগাত করেছে। সাংবাদিকরা যখন বাংলাদেশে সংবাদ পরিবেশনে একটি সুস্থ ধারার পরিবেশ তৈরি করে কাজ করে যাচ্ছিলেন।জাফরীর এমন মন্তব্যে সারাদেশের সাংবাদিক ও সুশীল সমাজ ফুঁসে ওঠেছে বলে তিনি জানান। এমন অযাচিত কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে তিনি জাফরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
বিষয়টি নিয়ে লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা বলেন, জাফরীর এমন মন্তব্য শুধুমাত্র সাংবাদিক, সুশীলদেরকে অপমান করা হয়নি৷ অপমান করা হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমাদের বোন-মেয়েদেরকেও সে অপমান করেছে৷ বলেন কলেজ ইউনিভার্সিটির ডাস্টবিনে নবজাতক আসবে কোথা থেকে? এটা অবশ্যই একটা পুরুষই পূর্ণ ইঙ্গিত৷ আর বর্তমান দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব একজন সুশীল৷ পক্ষান্তরে জাফরী, ডক্টর ইউনুস সাহেবকেও অপমান করেছে৷ তাই তার কঠিনতম বিচার দাবি করছি৷
Leave a Reply