1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
GNN TV24 LTD. এর নির্বাহী পরিচালক হিসেবে শাহীন মন্ডলের নিয়োগ নরসিংদী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগের ৫জন সহ সারাদেশে ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বিএনপি দল থেকে বহিষ্কার আদেশ জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে বীরগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ,বিভিন্ন দপ্তরে অভিযোগ পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্যমূলক সাক্ষাৎ কর্ণফুলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী তাণ্ডব; সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা চরণদ্বীপ দরবারে রওজা শরীফ ও জামে মসজিদের নতুন নকশা উন্মোচন

ঈদের নাটক দিয়ে পর্দায় ফিরছেন আফজাল-মৌ চার বছর পর

  • প্রকাশকাল: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

অনলাইন ডেস্ক
আসছে ঈদের নাটকে জুটি হয়ে আসছেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চার বছর বিরতির পর ‘কোনো একদিন’ নাটকে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন তারা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঈদের নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দেশের নন্দিত এই দুই তারকা। ফারিয়া হোসেনের লেখা ঈদের জন্য নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছেন, নাটকের গল্পটি হৃদয়ছোঁয়া। এতে আফজাল হোসেনের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত। তার বোনম্যারো স্থানান্তর করা প্রয়োজন। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এক সময় তার অফিসে হাজির হয় এক যুবক। এর পর ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। নাটকের শুটিং গত সোমবার শেষ হয়েছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।

শুটিংয়ে আফজাল হোসেন ও মৌর সময়ানুবর্তিতা আর পেশাদারত্ব মুগ্ধ করেছে নির্মাতাকে।

তিনি বলেন, আফজাল হোসেন ও মৌ হচ্ছেন আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাদের। একজন আফজাল হোসেন কত বড়মাপের মানবিক মানুষ, সেটা তার সঙ্গে কাজ না করলে পুরোপুরি বুঝতে পারতাম না। যত কাজ করছি, ততই মুগ্ধ হচ্ছি। দুজনে অনটাইমে শুটিংয়ে এসেছেন। দিন শেষে ভালো একটি কাজ হোক, এটা ছিল তাদের চাওয়া। অনেক যত্ন নিয়ে নাটকটি তৈরি করেছি। আশা করছি ঈদের বিনোদনের অনেক আয়োজনের ভিড়ে আমাদের নাটকটি সবার নজর কাড়বে।

নাটকটি ঈদে বেসরাকারি টেলিভিশন বৈশাখী টিভি প্রচারিত হবে। এই নাটক ছাড়াও মোট ২৭ নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, কমেডি শো প্রভৃতি ঈদকে কেন্দ্র করে আয়োজন করেছে টিভি চ্যানেলটি।

ঈদের ১৪টি একক নাটকের মধ্যে রয়েছে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার, সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ, কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার, তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম, রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত, অলংকার চৌধুরী, সঞ্চিতা দত্ত অভিনীত ‘প্রেমের ফুল ফোটেনা’, নিলয়, হিমি অভিনীত ‘অকর্মা’, জোভান, কেয়া পায়েল অভিনীত ‘ডাকাতিয়া প্রেম’, জোভান, তানজিন তিশা অভিনীত ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম, প্রভা অভিনীত ‘সেইম সেইম’, আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোন একদিন’, রাশেদ সীমান্ত, ফারজানা আহসান মিহি অভিনীত ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা, মাইমুনা মম অভিনীত ‘অভাবের সংসার’ এবং জাহের আলভী, মায়শা প্রাপ্তি অভিনীত ‘আমার কোনো গার্লফ্রেন্ড নাই ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ