ইমন রহমান, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর নির্দেশনায় নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর সার্বিক তত্ত্বাবধানে তদন্তকারী অফিসার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম সংগীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিলেট কোতোয়ালি থানা এলাকা হতে ইং ১৭/০৩/২৪ তারিখ রাত্রী ০০ : ৩০ ঘটিকায় নেত্রকোনা মডেল থানার মামলা নং ৪২ তাং ২৮/১০/২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় ১ নং মূল আসামী ১/ শামীম বিশ্বাস (২৮) পিতা-সাদির বিশ্বাস, সাং-শিমুলাটি, ইউপি -ঠাকুরাকোণা, থানা ও জেলা -নেত্রকোণা কে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ০৭( সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ও সিলেট বিয়ানীবাজার থানায় ০১ টি হত্যা মামলা সহ নেত্রকোনা মডেল থানায় আরো ০৩ টি মামলার রেকর্ড রয়েছে।
উল্লেখ্য যে, গত ২২/১০/২৪ তারিখ নেত্রকোনা সদর থানাধীন ঠাকুরাকোনা ইউনিয়নের পাচপাই সাকিন্থ আনন্দ বাজার সংলগ্ন পূর্ব পার্শ্বে বেরিবাদের ঘাটের রাস্তার উপর কংস নদীর তীরে মাছমারা কে কেন্দ্র করে শিমলাটি গ্রামের রমজান বিশ্বাসের ছেলে মাসিম বিশ্বাস (২৮) কে উক্ত আসামি সহ এজাহার নামীয় অন্যান্য আসামীগণ দাঁড়ালো অস্ত্র দ্বারা উপর্যুপরি আঘাত করলে মাসুম বিশ্বাস গুরুতর আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫-১০-২০২৪ তারিখ বেলা ১২ঃ০০ ঘটিকায় উক্ত মাসুম বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। ভিকটিম এর স্ত্রী মোছা: ছাবিনা আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় উক্ত আসামীসহ ০৫ জনকে এজাহারনামীয় আসামি করে অত্র হত্যা মামলা দায়ের করেন। এজাহার নামীয় ৪ নং আসামী অলিউল্লাহ বিশ্বাস কে ইতিপূর্বে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply