মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকার বাসিন্দা ভিকটিমের পিতা জানান যে, গত ২/৩ বছর পূর্বে কাজের সুবাদে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় স্ব-পরিবারে বসবাস করতেন। সেখানে বসবাস করাকালীন ভিকটিমকে স্কুলে যাওয়া-আসার পথে বিবাদী মোঃ শামীম ইসলাম (২০) প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়শ উত্যক্ত করত। ভিকটিমের পিতা তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে গত ৬ মাস পূর্বে তার গ্রামের বাড়ী ময়মনসিংহের ত্রিশালে চলে আসে এবং ভিকটিমকে স্থানীয় একটি বিদ্যালয়ে ভর্তি করে দেন। কিন্তু বিবাদী সেখানেও ভিকটিমকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করলে ভিকটিম তার পিতা-মাতাকে জানান। ঘটনার পর ভিকটিমের পিতা পূর্বে কয়েকবার বিবাদী শামীম ইসলাম (২০) কে সতর্ক করেন। ঘটনার তারিখ গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় ভিকটিম স্কুলে যাওয়ার পথে বিবাদী মোঃ শামীম ইসলাম (২০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদী ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩০, তারিখঃ ২৬/০২/২০২৫ খ্রি., ধারাঃ ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) । ঘটনার পর র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী শুরু করে এবং অপহৃত ভিকটিম ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষে কার্যক্রম গ্রহণ করে।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সময় অনুমান ০০.১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী মোঃ শামীম ইসলাম (২০), পিতা-শহর আলী, সাং-রুপাখালী (সরকারবাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-শ্রীপুর চন্নাপাড়া এসকিউ গেইট, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিম‘কে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply