বিএম মিলন,স্টাফ রিপোর্টারঃ
১১-ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা হতে দিনব্যাপী খুলনার বুরো বাংলাদেশ মিলনায়তনে আশা-খুলনা জেলার এডুকেশন অফিসার ইউসুফ আলী-এর সঞ্চালনায়, জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মাসুম আলী এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডিরেক্টর (প্রোগ্রাম) জনাব মোঃ সাদেক আব্দুল্লাহ।
আশা শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে খুলনা সাতক্ষীরা জেলার শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালায় প্রধান অতিথি মোঃ সাদেক আব্দুল্লাহ গুরুত্ব আরোপ করেন।
“আশা” সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। শিশু-২য় শ্রেণির ৬,৭৫০ টি শিক্ষাকেন্দ্র, শিশু-৫ম শ্রেণির ৯,০০০টি শিক্ষাকেন্দ্র এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণির ৬১টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রায় ০৬ লাখ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা শিক্ষা কর্মসূচি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা-খুলনা ডিভিশনের সিনিয়র এডুকেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম। দিনব্যাপী কর্মশালায় শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ দিকনির্দেশনা প্রদান করেন।
Leave a Reply