মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী ও বরগুনা জেলার সকল নিয়মিত পূর্ণ সদস্য ক্রেডিট ইউনিয়ন সমুহের নেতৃবৃন্দের অংশগ্রহণে মত বিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫ এপ্রিল) বিকাল ৪টায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড(কালব) এর আয়োজনে এসডি আর রিসোর্স এন্ড ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। কালব “ঘ” অঞ্চলের ডিরেক্টর মনিকা মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন। পটুয়াখালী সদর উপজেলা ক্লাস্টার কমিটির সাধারণ সম্পাদক মো.বশির উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব কেন্দ্রীয় ব্যাবস্থাপনা কমিটির সহ-সভাপতি লায়লা মোতালেব, সাধারণ সম্পাদক আতিকুল্লাহ সরকার, ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুস সালাম খান, সাবেক ট্রেজারার গৌতম দেবনাথ,সাবেক ডিরেক্টর শহিদুল ইসলাম ফয়সাল, জেনারেল ম্যানেজার পাট্রিক পালমা, পটুয়াখালী জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র সভাপতি আলমগীর হোসেন বাচ্চুসহ পটুয়াখালী ও বরগুনা জেলার সকল নিয়মিত পূর্ণ সদস্য ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র প্রতিনিধিবৃন্দ।
উপস্থিত ক্রেডিট ইউনিয়ন’র প্রতিনিধিদের সকল মতামত এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালব চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন। তিনি আস্বস্ত করেন পটুয়াখালী তথা কুয়াকাটায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তিনি।
Leave a Reply