সুকুমার বাবু দাস,স্টাফ রিপোর্টার :পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঝোলঝলি গ্রামের মোছা: জান্নাতুল ফেরদৌস (জেমি) মো:কাজল হোসেন এর স্ত্রী আখ ক্ষেতে আগুন লাগিয়ে দেয়ার কারনে অজ্ঞাত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য থানায় একটি অভিযোগ করে।
অভিযোগসূত্রে এবং সরজমিনে গিয়ে জানা যায় মো:কামাল হোসেন গত ২৬/১০/২০২২ইং তারিখে ৩৭৫৯/২২নং কবলা মূল্যে, ৩২৩৬,৩২৩৭,৩১৮২ নং দাগে ১০১ শতক জমি ক্রয় করে নিজের দখলে আছে এবং ২৫ শতক জমিতে আমরুপালি গাছ সহ চতুর্পাশে ইটের প্রাচীরের ভেতরে পাকা রুম,১টি টিনের চালা ঘর রয়েছে।
বাকি জমিতে মৌসুমী চাষাবাদ করে আসছে, স্বামী জীবিকা নির্বাহের জন্য প্রবাসে বসবাস করছে।বর্তমানে উক্ত জমিতে আখের আবাদ রয়েছে,,গত- ২৬/ ০১/ ২০২৫ ইং তারিখ দিবাগত রাত অনুমান ১২:২০মি: সোমবার উক্ত তফসিল বর্ণিত আখ ক্ষেত কিভাবে নষ্ট করা যায় তাহার পায়েতারা করে অজ্ঞাতনামা কিছু লোক জ্বালানি পেট্রোল ব্যবহার করে আখ ক্ষেতে আগুন ধরিয়ে দেয়,এতে করে প্রায় ২ শতক জমির আখ পুড়ে ছাই হয়ে যায়।
আখ ক্ষেতের পাশেই বসবাসরত সাক্ষী মো: মুনির উদ্দিন পিতা-মৃত হাকিম উদ্দিন ও মোহাম্মদ ওসমান আলী আখ ক্ষেতে আগুন দেখামাত্র মোবাইল ফোনে অবগত করলে উক্ত ঘটনা স্থলে মোঃ কামাল হোসেন মো: জহিরুল ইসলাম পিতা মৃত মইনুদ্দিন মোঃ রনি পিতা-মৃত শামসুল সহ সকলে গিয়ে দেখতে পাই যে উক্ত বর্ণিত ক্রয় কৃত জমির প্রায় ২ শতক আখ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় উপস্থিত সাক্ষীসহ আশপাশে প্রায় ২০-২৫ জন সাক্ষীদের সহযোগিতায় উক্ত আগুন বিভিন্ন মাধ্যম দিয়ে নেভাতে সক্ষম হয়। ঘটনা স্থানের চতুর্দিকে খোঁজাখুঁজি পরও কাউকে দেখতে না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।
এই বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা হলে তিনি বলেন সারজমিনে গিয়েছিলাম,অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান, ,উপযুক্ত প্রমাণ পেলে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply