পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৪ জানুয়ারি/২৬
জয়পুরহাটে একসময়ের মাঠ কাপানো সাবেক ফুটবলাদের নিয়ে গঠিত ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন “পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব” গরীব অসহায় ছিন্নমূল ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার রাতে পাঁচবিবি পাঁচমাথা, তিনমাথা মোড় ও রেল স্টেশনের পূর্ব-পশ্চিম পাশে রিকশা-ভ্যান মাত্রী-চালক পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও পাঁচবিবি রেলওয়ের প্ল্যাটফর্মে স্বল্প আয়ের মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন সোনালী অতীত ফুটবল ক্লাবের ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার মেহেদী হাসান।নিবারনের জন্য পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য ও দিনাজপুরের সাবেক ফুটবলার মোঃ নুর আলম হক খোকন ও বাংলাহিলির মোঃ সেলিম রেজা জিন্নার আর্থিক সহায়তায় শীতবস্ত্র গুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য ও সাবেক ফুটবলার মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শফিকুল ইসলাম ও মনিরুজ্জামান মঞ্জু।
Leave a Reply