1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মনোহরদীর সেকেন্দার আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত পাঁচবিবিতে সংসদ-গণভোটের র‍্যালী ও লিফলেট বিতরণ দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির মানবিক উদ্যোগপানছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত। বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। মনোহরদীর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক সভা ও কম্বল বিতরণ ‎শীতার্ত শিশুদের পাশে ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন সাঘাটায় টপসয়েল কাটায় কঠোর ব্যবস্থা: এক্সকাভেটর বন্ধ, ৬০ হাজার টাকা দণ্ড কুড়িগ্রামে মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় টপসয়েল কাটায় কঠোর ব্যবস্থা: এক্সকাভেটর বন্ধ, ৬০ হাজার টাকা দণ্ড

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে কৃষি জমি থেকে টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার ও মাটি পরিবহনে অন্য এক যানবাহনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত লাল উদ্দিন নামে এক ব্যক্তিকে কৃষি জমির টপ সয়েল অবৈধভাবে কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। অভিযান পরিচালনা করে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত।

এদিকে অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমির টপসয়েল রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে গত বুধবার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ত্রিমোহনী ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার বন্ধ করে দেয় প্রশাসন। অভিযানের সময় পুলিশ সদস্যদের সহায়তায় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং সম্পূর্ণভাবে ড্রেজিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে। এছাড়া ঐ দিন সন্ধ্যায় কৃষি জমির টপসয়েল বহনকারী একটি কাকড়া গাড়িকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত বলেন, অবৈধ বালু উত্তোলনকারী ও টপসয়েল বহনকারী কাকড়া গাড়ির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চলমান অভিযানের অংশ হিসেবেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সাঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, সাঘাটায় কোনো ধরনের অন্যায় ও অনিয়ম চলতে দেওয়া হবে না। প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

প্রসঙ্গত, সাঘাটায় দীর্ঘদিন ধরে একটি মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করে আসছিল। বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসন আইনের কঠোর অবস্থান থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে স্থানীয় জনগণের সঙ্গে কথা হলে তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং অভিযান আরও জোরদার করার দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ