1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মনোহরদীর সেকেন্দার আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত পাঁচবিবিতে সংসদ-গণভোটের র‍্যালী ও লিফলেট বিতরণ দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির মানবিক উদ্যোগপানছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত। বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। মনোহরদীর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক সভা ও কম্বল বিতরণ ‎শীতার্ত শিশুদের পাশে ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন সাঘাটায় টপসয়েল কাটায় কঠোর ব্যবস্থা: এক্সকাভেটর বন্ধ, ৬০ হাজার টাকা দণ্ড কুড়িগ্রামে মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউনিয়ন পরিষদ ও ভিডিএস সদস্যবৃন্দ সাথে শেয়ারিং কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) কুড়িগ্রাম এপি হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম পিএনএস ওয়াশ বিপি’র আয়োজনে ও সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী প্রকৌশলী শিখর চন্দ্র রায়, এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস ও প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেনসহ কুড়িগ্রামের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও ভিডিএস সদস্যবৃন্দ।

প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন জানান, পাঁচগাছী, বেলগাছা, হলোখানা, কাঁঠালবাড়ি, মোগলবাসা ইউনিয়ন ও পৌরসভায় মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন করবে। ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরে সকলের সার্বিক সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন।
ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গুলো হলোঃ স্ল্যাব ল্যাট্রিন স্থাপন (বেড়াসহ)-১৪২ সেট, ওয়াটার পয়েন্ট স্থাপন প্লাটফরমসহ (২০০০ লিটার ওয়াটার ট্যাংক, সাবমারসিবল পাম্প)-১ সেট, টিউবওয়েলের গোড়া মেরামত-৫৪টি, নতুন টিউবওয়েল স্থাপন-১০টি, বিদ্যালয়ে হ্যান্ড ওয়াশিং ষ্টেশন স্থাপন-২টি, বিদ্যালয়ে হাইজিন কর্নার স্থাপন-১০টি।

কর্মশালায় এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রমে সার্বিক বিষয় তুলে ধরেন ও সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় সলিডারিটি, ব্যাক, ফ্রেন্ডশিপ, আফাদসহ কুড়িগ্রামের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা বৃন্দ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ