মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার
১৫ ই জানুয়ারী ২০২৬ ইং বৃহস্পতিবার
নরসিংদীর মনোহরদী মডেল থানা পুলিশের
অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহীনুর ইসলাম এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) আল ইসলাম ও এসআই শহিদুজ্জামান সঙ্গীয় এএসআই (নিঃ) শাহিনুর আলম এবং এএসআই (নিঃ) শরিফুল ইসলামসহ ফোর্সের সহায়তায় সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে মনোহরদী থানাধীন চকমাধবদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ০২ (দুই) মাসের কারাদণ্ড ও ৮৫,০০০/- (পঁচাশি হাজার) টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি হাসান মাহামুদ ওরফে আল আমিন, পিতা– ওমর আলী হাজী, সাং– চকমাধবদী, থানা– মনোহরদী, জেলা– নরসিংদী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নামে আরও একটি সিআর ওয়ারেন্ট থাকায় সর্বমোট ০২ (দুই) টি সিআর ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply