পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৫ জানুয়ারি/২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে সকল শ্রেণীপেশার মানুষকে উদ্বুদ্ধ করতে ও সঠিক নিয়মে ভোট প্রদানে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন র্যালী ও লিফলেট বিতরণ করেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি র্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের নেতৃত্বে জাতীয় সংসদ-গণভোট নির্বাচন উপলক্ষে লিফলেট বিতরণ ও র্যালীটি হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, একাডেমী সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম ও থানার এসআই মোঃ নুর-ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
Leave a Reply