মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটায় কচুয়া ইউনিয়নের ত্রিমোহনী ব্রিজের দক্ষিণ পাশে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জনৈক হাসানুর রহমান ও তার সহযোগীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ সময় পুলিশ সদস্যদের সহায়তায় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং ড্রেজিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। চলমান অভিযানের অংশ হিসেবেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, সাঘাটায় অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিল।
Leave a Reply