প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ উপজেলার মতইন গ্রামে মিথ্যা ও বানোয়াট চুরির মামলা দিয়ে হয়রানি ও মানহানির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার ( ১৪ জানুয়ারি ) সকালে মতইন পোলের গোড়ায় আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ অনুযায়ী, জামাল হোসেন বাবুল ওরফে জালালী (৫০), পিতা- মৃত বজলের রহমান, গ্রাম- মতইন, ২নং ওয়ার্ড, ৩নং ডমুরুয়া ইউনিয়ন , সেনবাগ, নোয়াখালী কর্তৃক সি আর নং-৪৬৭/২৫, তারিখ- ০৩/১১/২০২৫ ইং এর মাধ্যমে মোঃ মনির হোসেনসহ তাঁর পরিবারের মোট ১০ জন সদস্যকে জড়িয়ে চুরির অপবাদ দিয়ে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়। এতে ভুক্তভোগী পরিবার চরম হয়রানি ও সামাজিক মানহানির শিকার হচ্ছেন বলে মানববন্ধনে দাবি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “ব্যক্তিগত শত্রুতা ও প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি নিরপরাধ পরিবারকে ফাঁসানোর উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে অভিযুক্ত জামাল হোসেন বাবুল ওরফে জালালী সহ তার সহযোগীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আনা হয়েছে, তারা হলেন- মোঃ মনির হোসেন (৩৫), আবদুল মন্নান (৫৯), মোঃ জিয়া উদ্দিন (হৃদয়) (২৫), মোঃ নিলয় (২০), আবদুর রহমান (সাগর) (৩৫), আবদুস ছাত্তার (২২), মোসাঃ নাছিমা আক্তার (৪৫), মোসাঃ পারুল বেগম (৪৫), মোসাঃ সুইটি আক্তার (২৫) ও মোসাঃ কুসুম বেগম (৬০)। সকলেই মতইন গ্রামের বাসিন্দা।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
Leave a Reply