মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে প্রথম ধাপের কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কাউটসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে গরিব ও অসচ্ছল স্কাউট সদস্য এবং তাদের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার, সাঘাটা এবং সভাপতি, বাংলাদেশ স্কাউটস সাঘাটা উপজেলা। তিনি উপকারভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং স্কাউট গ্রুপের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠু ইসলাম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রুপ সভাপতি মোঃ জুলফিকার আলী মন্ডল এবং বাংলাদেশ স্কাউটস সাঘাটা উপজেলা শাখার সাবেক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ আব্দুর রউফ, ইউনিট লিডার, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবসর সময়ে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানবিক গুণাবলি বিকাশ করতে হবে। তিনি বর্তমান সময়কে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে শিক্ষার্থীদের মাদক ও অনলাইন গেমস থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
তিনি আরও বলেন, নিজেদের প্রতিভা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে পড়ালেখায় যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে স্কাউট নেতৃবৃন্দ এমন মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply