পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৮ জানুয়ারি/২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে শতাধিক গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার এসব দিন আনা খেটে খাওয়া মানুষের মাঝে একটি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “”ইকরা ফাউন্ডেশনের”” উদ্যোগে এসব শীতবস্ত্র গুলো বিতরণ করা হয়। ইকরা ফাউন্ডেশনের সভাপতি মোঃ গোলাম মোক্তাদির রাব্বি, সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মোঃ একরামুল হক, কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হাসান জিহাদ সহ এলাকার সুধীজন উপস্থিত থেকে অসহায়দের হাতে শীতবস্ত্র গুলো তুলে দেন। ঠান্ডায় শীত নিবারণের কম্বল পেয়ে সংগঠনের সকলের প্রতি প্রাণভরে দোয়া করেন অনেকেই। সংগঠনের সভাপতি/সম্পাদক বলেন, আমরা এলাকার যুবকেরা ফাউন্ডেশনটি করেছি এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। তাঁরা আরো বলেন, সমাজের প্রতিটি বিত্তবান মানুষের উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় ব্যাক্তিদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে।
Leave a Reply