মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চার দিনব্যাপী সিএসই ফেস্ট ২০২৫। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই.) বিভাগের উদ্যোগে আয়োজিত এই ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে বিভাগের আধুনিক ল্যাব কক্ষে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ফেস্টের উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনে সিএসই বিভাগের শিক্ষার্থীরা সবসময়ই বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়িয়ে আসছে। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিবান্ধব দক্ষতা, সৌহার্দ্য ও দলগত মনোভাব সৃষ্টি করে— যা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। তারা শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা বাড়াতে সিএসই বিভাগের এ উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি.এস.ই. বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সুজন আলী। তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার বাইরে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও মানসিক শক্তি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।
ফেস্টের পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সিএসই ফেস্ট ২০২৫-এর সদস্য-সচিব ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহার। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
চার দিনব্যাপী এ ফেস্টে অনুষ্ঠিত হচ্ছে নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। ফুটবল, ক্রিকেট, ক্যারাম, দাবা, হাঁড়িভাঙ্গা, লুডু, বালিশ খেলা, টেবিল টেনিসসহ একাধিক খেলায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। প্রতিদিনই ভিন্ন ভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, শুধু প্রতিযোগিতা নয়, শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সৃজনশীলতা বৃদ্ধিই এই ফেস্টের মূল উদ্দেশ্য। বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও এই আয়োজনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আগামী ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এ বছরের সিএসই ফেস্ট ২০২৫। organizers আশা করছেন, সফল আয়োজনের মধ্য দিয়ে এই ফেস্ট বিশ্ববিদ্যালয়ে নতুন ঐতিহ্য সৃষ্টি করবে।
Leave a Reply