মেহেদী হাসান রাজু,ষ্টাফ রিপোর্টার:
নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অংশ হিসেবে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজন করা হয়।
বুধবার(১০ডিসেম্বর)বিকেল ৫টায় ইসবপুর ইউনিয়ন পরিষদের সামনে উন্মুক্ত ভাবে এই আয়োজন সম্পন্ন হয়। দেশের সর্বস্তরের সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:মাহফুজুল আলম লাকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিলন কুমার দেবনাথ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আলম হোসেন,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো:আব্দুর রহিম (মিঠু) ইউপি সদস্য মো:আহসান হাবিব বাবু,মো:রফিকুল ইসলাম মো:আবু সালেহ,শ্রী কাজল চন্দ্র, মো:মোকছেদুর রহমান,মহিলা ইউপি সদস্যা মোসা:পারুল বেগম,মোসা:ফাহিমা বেগম, শিউলি রানী সহ পরিষদের গ্রাম পুলিশ এবং স্থানীয় বিভিন্ন পেশার জনসাধারণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর ধীমান দেবনাথ,প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন।ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ESDO)এর সহযোগিতায় এটি বাস্তবায়িত হয়েছে।
Leave a Reply