পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩০ নভেম্বর/২৫
বাংলাদেশের ৩’বারের সফল প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল নির্বাচনী মতবিনিময় সভায় নেতাকর্মীদের সাথে মেঝেতে বসেই মিলাদ মাহফিলের খাবার খেলেন জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। রবিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপি’র আয়োজনে হেলাল মন্ডলের চাতালে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার লক্ষ্যে কি কি করণীয় বা পদক্ষেপ গ্রহণ করতে হবে পৌরসভার ৯ ওয়ার্ডের নেতাকর্মীদের মতামত নেওয়া হয়।
পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী রানা প্রধান সহ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তারফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ। উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা প্রভাষক মোঃ আহসান হাবিব সাংবাদিক, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল হক, মোঃপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আইনুল মন্ডল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, যুবদল নেতা নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান, রহিদুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন, প্রভাষক দুলাল হোসেন, উপজেলা মহিলাদলের সম্পাদিকা রাজিয়া সুলতানা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply