পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৬ নভেম্বর/২৫
জয়পুরহাট-০১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী ধরঞ্জীতে কর্মী সমাবেশ হয়। রোববার সন্ধ্যায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ০৭’নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কোতোয়ালীবাগ বাজার তিনমাথায় কর্মি সভাটি হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি কেরামত আলীর সভাপতিত্ব সভায় জয়পুরহাট জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন। কর্মী সভায় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়ার আদর্শের প্রতীক, দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার ধানের শেষে ভোট দিয়ে দলকে জয়যুক্ত করতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনে ধানের শীষের এমপি প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান। এমপি প্রার্থী প্রধান বলেন, আমি মনে করি ধানের শীষের মার্কা দল শুধু আমাকে দেয়নি বরং জয়পুরহাট -০১ আসনের সকল বিএনপি পাগল নেতাকর্মীদের দিয়েছে। তিনি আরো বলেন, এ মার্কা উন্নয়নের মার্কা এজন্য মনে করি এ মার্কা সবার।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জয়পুরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবীর, সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান, জেলা যুবদল নেতা আনিছুর রহমান, নয়ন প্রধান, ইউনিয়ন যুবদল নেতা কারিমুল ইসলাম, উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এরই এক পর্যায়ে কোতোয়ালী বাগ ও রতনপুর বাজারের দোকানদার পথচারী রিক্সা-ভ্যানের যাত্রী-চালক সর্বস্তরের মানুষের সাথে কথা কুশল বিনিময় করেন গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাসুদ রানা প্রধান।
Leave a Reply