1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Crime Report 24
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সোনাপুর ৪ নং ওয়ার্ড ভিত্তিক মশা নিধণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত টাওয়ার হ্যামলেটস মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের সা‌থে সাংবাদিকদের মতবিনিময় ময়মনসিংহ নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ের মেয়ে ইউশা শাহীরাহ আনুভা’র গৌরবময় অর্জন অনলাইন জুয়া বন্ধে ব্যবস্থা নিতে না পারার দুঃখ—বিদায়বার্তায় বললেন হবিগঞ্জের এসপি এএনএম সাজিদুর রহমান! অনলাইনে প্রেম কলেজছাত্রী ভারতে পাচার ময়মনসিংহে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত পিরোজপুর-২ আসনে কর্মীদের প্রাণের স্পন্দন আহাম্মেদ সোহেল মঞ্জুর সুমন ময়মনসিংহ সদর কোম্পানি র‍্যাব-১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেফতার ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশকাল: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রিয়াজুল হক সাগর রংপুর

আজ ১৬ নভেম্বর-২০২৫ খ্রি. রবিবার রংপুর বেতার ভবন চত্বরে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। “The Role of Radio in Disaster Management ” এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানটি বেলা ২.৩০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের শ্রোতা, বেতারের কর্মকর্তা-কর্মচারী, উপস্থাপক-উপস্থাপিকাসহ রংপুর কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।

শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় শ্রোতা আনন্দ মেলা ও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মো. শহীদুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অবসরপ্রাপ্ত), কারিগরি কার্য, বাংলাদেশ বেতার ঢাকা।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-শেখ মহাবুল হোসেন রাজিব, উপ-আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর।

বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
বাংলাদেশ বেতার রংপুরের উপ-আঞ্চলিক প্রকৌশলী
তাসনীম আরা আফরোজ। অনুষ্ঠানটি শুরু করেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উপস্থাপক, জিন্নাতুন নাহার এবং শেখ ফরিদ অভি। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী শরীফা খাতুন, শিল্পী আমেনা খাতুনসহ বেশ কিছু গুণী শিল্পী। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আজকের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন, তার মধ্যে ছিলেন অ্যামিটি বেতার শ্রোতা ক্লাবের মো. মাসুদ রানা খান, বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাবের মো. জাহিদুল ইসলাম রিপন, ভালোবাসি বেতার শ্রোতা ক্লাবেে মো. সেলিম রাজ, তারুণ্যের আলো বেতার শ্রোতা ক্লাবের মো. শাহাবুল ইসলাম শাওন ও মো. দুলু মিয়া, রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাবের মো. তারিফ হাসান, মাটির পিঞ্জিরা বেতার শ্রোতা ক্লাবের মো. সুমন আকন্দ, “ব-দ্বীপ বাংলাদেশ” পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ও “মন-তার” আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মেনহাজুল ইসলাম তারেক এবং “ব-দ্বীপ বাংলাদেশ” পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট কবি রিয়াজুল হক সাগর প্রমুখ।
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যথাক্রমে
মো. মাহবুবার রহমান, মো. সোহেল রানা, মো. গোলাম সারোয়ার, মো. হাবিবুর রহমান, মো. আব্দুল হক, নাহিদ ইসলাম, মো. মাহফুজার রহমান, স্বপন কুমার বর্মন, শ্রী অমল চন্দ্র রায়, মো. জাহিদুল ইসলাম, মো. আলিফ, হরিদাস চন্দ্র রায়, মো. জোনাইদ আহমেদ, মুহাম্মদ রফিকুল, কাণ্ডেশ্বর রায়, বিক্রম কুমার, মো. রাশেদুল কবীর রুবেল, সোহানুর রহমান শাহীন, জাকির আহমদ, মো. রাসেল মিয়া, এইচ. এম মাজেদুল ইসলাম, হাফিজুর রহমান, মো. মুহিত আল হাসান, অনন্ত কুমার রায়, ফারুক আহমেদ, হাই হাফিজ, মোছা. নাবিলা আফরোজ, মো. সাইদুল ইসলাম, মো. নয়ন হোসাইন, আবু সিদ্দিক, সবুজ রায় লাল, মো. সাইফুল ইসলাম (আশা), মাহফুজার রহমান মাফু, লিনা আকতার, মো. জয়নাল আবেদীন, মো. ময়নুল ইসলাম, সুশান্ত সরকার সুরেশ, বিশ্বনাথ দাস বিশু ও বিশ্বজিৎ রায় টিটুসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ