নাজমুল হাসান:
পিরোজপুর-২ আসনে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন। শনিবার (১৬ নভেম্বর ২০২৫) তিনি গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, জানাজা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সহ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
দিনের শুরুতে তিনি ভান্ডারিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম হাওলাদারের মায়ের জানাজায় অংশ নিতে উত্তর পৈকখালী গ্রামে উপস্থিত হন। জানাজা শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
পরে উত্তর পৈকখালী ৬ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন—
যারা ইসলামের নামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, মহানবী (সা.) ও আল্লাহ তাআলার অবমাননা করে—তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করার কোনো প্রশ্নই আসে না। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়যুক্ত করব, ইনশাআল্লাহ পিরোজপুর-২ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।”
এছাড়া সোহেল মঞ্জুর সুমন মোমিনিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করেন।
দিনের শেষ দিকে তিনি ৬ নং ওয়ার্ডের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, ভান্ডারিয়া উপজেলা বিএনপির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ সোহেল মঞ্জুর সুমন, যিনি পিরোজপুর-২ আসনে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply