ঠাকুরগাঁওয়ের মুন্সিপাড়া’র মেয়ে ইউশা শাহীরাহ আনুভা জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। নতুন কুঁড়ি ২০২৫–এ সাধারণ নৃত্য প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ৩৯ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করে সে। এই অর্জন শুধুমাত্র তার পরিবারের নয়—পুরো ঠাকুরগাঁও জেলার জন্য এক অনন্য গর্ব।
আনুভা ডাঃ মোঃ শাহীনুল ইসলাম ও আশরিন আক্তার স্বপ্না দম্পতির কন্যা। তার মা আশরিন আক্তার স্বপ্না রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা। পিতা ডাঃ শাহীনুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজন সার্জারি বিশেষজ্ঞ, যিনি রংপুর অঞ্চলে একজন দক্ষ ও সুনামধন্য চিকিৎসক হিসেবে পরিচিত।

আনুভা’র এই অভাবনীয় অর্জনে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ—বিশেষ করে বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ মামুন—সহ অনেকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
উল্লেখ্য শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি -২০২৫ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজুর রহমান।এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
আনুভার এই সাফল্য আগামীতে আরও বড় অর্জনের পথ সুগম করবে—এমন প্রত্যাশা এলাকায় সকলের।
Leave a Reply