নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ তাওলাদ হোসেন
নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর সোনাপুর উত্তর পাড়া ৪ নং ওয়ার্ড এ পাঁচতারা মাল্টিপারপাস কোঃ অপারেটিভ সোসাইটি জনকল্যাণ ওয়ার্ড ভিত্তিক মশা নিধণ। কর্মসূচি ২০২৫ ইং উদ্বোধন উপলক্ষে দোয়া মোনাজাত শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয় আয়োজন করা একটি সাধারণ অনুশীলন,যার মাধ্যমে কর্মসূচির সফলতা ও জননিরাপত্তা কামনা করা হয়।এই ধরনের অনুষ্ঠানগুলো সাধারণত স্থানীয় প্রশাসন,পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত হয় এবং এই কর্মসূচিগুলো সাধারণত মশা বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য করা হয়। মশা নিধন কর্মসূচির শুভ উদ্বোধনের জন্য প্রার্থনা করা হয়,যা কর্মসূচির সফলতা কামনা করে।এতে স্থানীয় সমাজসেবক হিসেবে উদ্যোগ নেন সার্বিক পরিচালনায় মোঃ মমিন প্রধান তিনি বলেন।শুধু দোয়া-মিলাদ নয়,এই কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান,স্প্রে করা,এবং জনসচেতনতা মূলক প্রচারণাও চালানো হয়। মশা নিধন,ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো,মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষা করাই আমাদের মুল প্রধান উদ্দেশ্য।
বিশেষ করে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাজী আমির হোসেন প্রদান সোনাপুর এলাকার স্থানীয় মুরুব্বী ও সমাজ সেবক তরুণ জনতা সহ অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন এ সময় প্রতিটি বাড়ির অলিতে গলিতে মশা নিধন করার জন্য ময়লার ড্রেনে ফগিং মেশিনের মাধ্যমে দুয়া স্প্রে করা হয় সোনাপুর পূর্ব পাড়া ও ৪ নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে পাঁচতারা মাল্টিপারপাস কোঃ অপারেটিভ সোসাইটির কর্মীরা।
আসুন ডেঙ্গু প্রতিরোধে আমরাও সচেতন হই। নিজেদের বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কোথাও যেন পানি জমে না থাকে সেটি নিশ্চিত করি। মনে রাখবেন জমে থাকা পানিতে এডিসের লার্ভা জন্মায় মশা।
Leave a Reply