ফাহমিদুল হক বুলেট, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব সহঃ অধ্যাপক আবু হানিফা, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ আজিজ আকন্দ, মুদাফৎথানা সিডিউল্ড কাষ্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তসবিরুল হক রুমী (রকেট), চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল হক, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক নুর আলম মুকুল, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলার বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply