পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩ নভেম্বর/২৫
মাদক, মোবাইলে গেম ও ক্যাসিনোর মত ক্ষতিকর দিক থেকে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে এক সময়ের মাঠ কাঁপানো সাবেক খেলোয়াড়রা আবারও ফুটবল খেললেন। প্রবীণ খেলোয়াড়রা মনে করেন সুস্থ সবল শরীর ও মন গঠনে খেলাধুলার বিকল্প কিছু নেই। এছাড়া মাদক যুবসমাজকে ধংস করে এবং ভবিষ্যত জীবনে অন্ধকার নেমে আসে। এসবের থাবা থেকে যুবকের রক্ষা করতে এবং তাদেরকে উদ্ধধ করতেই প্রবীণ খেলোয়াড়রা ফুটবল খেলেন। গত শুক্রবার বিকালে পাঁচবিবি স্টেডিয়ামে তামিম স্মৃতি ফুটবল একাদশ রাজশাহী আমবাগান সোনালী অতীত বনাম পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের আয়োজনে টুর্নামেন্টে উভয় দল নির্ধারিত সময়ে গোল শূন্য খেলা শেষ করে। আলোর সল্পতার কারণে আয়োজক কমিটি ও রেফারি যৌথভাবে উভয়দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু জেলা জামায়াতের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন দোলন ও ফুটবল পাগল মোঃ জাহিদুর রহমান অশ্রু, সংগঠনের সভাপতি প্রীতিরঞ্জন দাস পল্টু ও ক্রীড়া সম্পাদক মোঃ মেহেদী হাসান। ব্যতিক্রম ধর্মী প্রবীণ খেলোয়াড়দের খেলা দেখতে হাজার হাজার ফুটবল প্রেমীরা মাঠে উপস্থিত হয়।
Leave a Reply