1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
লাইট হাউজের উদ্যোগে কুড়িগ্রামে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট এর ভুমিকা নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত - Crime Report 24
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
লাইট হাউজের উদ্যোগে কুড়িগ্রামে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট এর ভুমিকা নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে মাসিক মিটিং অনুষ্ঠিত চট্টগ্রাম রিজিয়নের সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৯ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ অনাকাঙ্ক্ষিত মানববন্ধনের বিপরীতে বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচী ভাতগাঁও শাখার পক্ষে সংবাদ সম্মেলন। আমতলীর ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন ও সমাবেশ খাগড়াছড়িতে গণধর্ষণ: আরও একজন আটক, অভিযান অব্যাহত পঞ্চগড়ের আটোয়ারীতে কাজির পরিবার কল্যাণ সমবায় সমিতির শুভ উদ্বোধন অনুষ্ঠিত চট্টগ্রামে বিএনপি-জামায়াতের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত : অভিযোগের তীর ‘জুতা চোর’ লিটন ইতিহাস গড়ার পথে সামিউন আরাফাত: সীতাকুণ্ডে কমিউনিটি প্যারামেডিক হিসেবে দায়িত্ব গ্রহণ

লাইট হাউজের উদ্যোগে কুড়িগ্রামে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট এর ভুমিকা নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের সদর উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ০৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১.০০ ঘটিকায় সদর উপজেলায় লাইট হাউজ এর আয়োজনে আলোর ভূবন সভাকক্ষে অনুষ্ঠিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন। লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, লাইট হাউজের উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত, উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, সদর থানার অফিস ইনচার্জ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন তিনি তাঁর বক্তব্যে বলেন দূর্যোগকালীন সময়ে লাইট হাউজ এর রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট একটি ভালো ওয়েবসাইট, যা আমাদের বন্যা এবং বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। রিপোর্ট নাউ বিডি’র সঙ্গে জড়িত স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ বিভিন্ন ধরনের সমস্যা ধরতে পারবে এবং আমরা সহজেই কাজ করতে পারবো। এই রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট একটি নতুন ওয়েব সাইট যা লাইট হাউজ এর মাধ্যমে কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে এজ্ন্য লাইট হাউজ কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও দেশের উন্নয়নে কাজ করছে তাতে করে সমাজ ও দেশের মানুষ উপকৃত হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে দায়িত্ব ও কর্তব্য আছে সে বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের দ্বায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদাত শাহরিয়ার বলেন, দুর্যোগের সময় জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি মানসিক স্বাস্থ্যর অবনতি ঘটি, তাই সকলকে সেসময় স্বাভাবিক ভাবে কাজকর্ম করতে হবে এবং কোন প্রকার স্বাস্থ্য ঝুকি হলে উপজেলা বা জেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যেতে বলেন। দুযোর্গের সময় বিশেষ করে নারী ও কিশোরীদের স্যানিটরিী ন্যাপকিন এর প্রয়োজন হয়, তাদেরকে সে সময় স্যানিটরিী ন্যাপকিন দেয়ার ব্যবস্থা করার প্রয়োজন।
সদর থানার অফিস ইনচার্জ মোঃ আজমল হোসেন বলেন, রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট এ তথ্য প্রদানে কেউ যদি হয়রানি করে বা ভূল তথ্য দেয় আমাদের জানালে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তিনি লাইট হাউজকে ধন্যবাদ জানান।
লাইট হাউজ কর্তৃক দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরী দীপা রানী বলেন, আমি কখনো দুর্যোগ ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ পাইনি লাইট হাউজ আমাকে প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তুলেছে আমি এখন এলাকার নারী ও কিশোরীদের দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলছি। সবার কাছে আমার দাবি হলো দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সহযোগীতার পাশাপাশি সেনিটারি ন্যাপকিন দেয়ার আহবান জানাচ্ছি।
অনুষ্ঠানে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইটটিতে কিভাবে কাজ করতে হবে, এর গুরুত্ব কি, স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ কিভাবে রিপোর্ট করবেন এসব বিষয়ে বিস্তারিত সেশন প্রদান করেন লাইট হাউজের উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত।
লাইট হাউজ এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।

এ্যাডভোকেসি সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সরকারী অফিসের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং লাইট হাউজ কর্তৃক দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত নারী ও কিশোরী, উপজেলার কোঅর্ডিনেটর মোঃ রিপকন আলীসহ অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ