1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মাধবপুরে দুই দশক ধরে কলম ও রাজনীতিতে সমান সাহসী আলাউদ্দিন আল রনি - Crime Report 24
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছুটে চলেছেন ৫নং ওয়ার্ডের অঙ্গসংগঠনের সকল নেতা বৃন্দ “বদলী জনিত বিদায় সংবর্ধনা” মাধবপুরে দুই দশক ধরে কলম ও রাজনীতিতে সমান সাহসী আলাউদ্দিন আল রনি নিরাপদ সড়কের প্রয়োজনীয়তা পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ কুড়িগ্রামে এবি পার্টির পথসভা ও মতবিনিময় করেছেন ব্যারিস্টার ফুয়াদ ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহ সদর কোম্পানি র‍্যাব ১৪ কর্তৃক আসামি গ্রেফতার ০৩ পাঁচবিবিতে তারুণ্যের উৎসব, বির্তক প্রতিযোগিতা বাহুবলে গভীর রাতে গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক আসামি-রা ত্রিশালে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান: চার ফার্মেসিকে জরিমানা

মাধবপুরে দুই দশক ধরে কলম ও রাজনীতিতে সমান সাহসী আলাউদ্দিন আল রনি

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন হবিগঞ্জের মাধবপুরের আলাউদ্দিন আল রনি। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন এই সাংবাদিক একাধিকবার হামলা, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তবুও কলম ছেড়ে দেননি তিনি। প্রতিটি প্রতিকূল সময়েই আরও দৃঢ় হয়েছেন নিজের পেশা ও আদর্শের প্রতি।

আলাউদ্দিন আল রনি মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি স্থানীয় একাধিক দৈনিকসহ জাতীয় দৈনিক যায়যায় দিন এবং দৈনিক আমার দেশ পত্রিকায় দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন ও দুর্নীতিবিরোধী লেখাগুলো বহুবার স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী মহলের চোখে কাঁটার মতো হয়ে ওঠে।

মিথ্যা মামলা ও হয়রানির শিকার:

রনি জানান, আওয়ামী লীগের আমলে তাঁকে একাধিকবার রাজনৈতিকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। কখনো দলীয় কর্মীদের হামলার মুখে পড়েছেন, কখনো পুলিশি হয়রানির শিকার হয়েছেন।
তিনি বলেন, “সত্য লিখলে কেউ না কেউ রেগে যায়। কিন্তু আমি জানি—সত্য লেখা আমার পেশাগত দায়িত্ব।”

রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা:

সাংবাদিকতার পাশাপাশি আলাউদ্দিন আল রনি বর্তমানে মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি সৎ, স্পষ্টভাষী ও নির্ভীক নেতা হিসেবে পরিচিত।
এছাড়া সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান রয়েছে। দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তায় তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। করোনাকালে নিজ উদ্যোগে খাদ্য ও মাস্ক বিতরণ, অসুস্থ রোগীর পাশে দাঁড়ানোসহ নানা মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তিনি।

সহকর্মীদের শ্রদ্ধা ও প্রশংসা:

মাধপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তরের মাধবপুর প্রতিনিধি সাংবাদিক রোকন উদ্দিন লস্কর বলেন, রনি পেশাগত দায়িত্বে কখনো আপস করেননি।
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর জানান, “রনির সাহস আর নিষ্ঠা আজকের তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা। রাজনৈতিক চাপ, মামলা বা ভয়ভীতির মুখেও তিনি সত্যের পথ থেকে সরে যাননি।”

দীর্ঘ অভিজ্ঞতা ও অনন্য উদাহরণ:

দীর্ঘ সাংবাদিকতা জীবনে আলাউদ্দিন আল রনি মাধবপুরে সংবাদ জগতে এক বিরল উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর কলম শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং সমাজ পরিবর্তনের এক কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে।

১৯৯৩ সালের শেষের দিকে তিনি সাপ্তাহিক খোয়াই পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক দিনকাল, দৈনিক প্রতিদিনের বাণী, দৈনিক হবিগঞ্জের মুখ, দৈনিক যায়যায় দিন, এবং দৈনিক আমার দেশ–এ ধারাবাহিকভাবে কাজ করেছেন।

দীর্ঘ রাজনৈতিক যাত্রা:

রাজনীতিতে আলাউদ্দিন আল রনির পথচলা শুরু ১৯৯০ সালে মাধবপুর ইউনিয়ন ছাত্রদল থেকে। ১৯৯৩ সালে তিনি থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৬ সালে উপজেলা ছাত্রদলের সভাপতি, এবং ২০০১ সালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এখন পর্যন্ত চারবার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি ২০০৩ সাল থেকে জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, যা আজও বহাল রয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা ও রাজনীতিতে সক্রিয় আলাউদ্দিন আল রনি মাধবপুরের সমাজে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সাহস, সততা ও দায়বদ্ধতা তরুণ প্রজন্মের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ