মকবুল হোসেন, স্টাফ রিপোটার
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, কর্তৃক পৃথক ০৩ টি অভিযানে ৩ টি ভিন্ন মামলার ০৩ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে।
_গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে : ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার
১/ মোঃ ফজলুল হক সরকারের ছেলে মোঃ অলিউজ্জামান(৩৯)
২/মোঃ মতি মিয়ার ছেলে আরিফুল হক রনি (৩৯)
৩/ মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ আজিম (৩০)
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, এর আভিযানিক দল ময়মনিসংহ জেলার দায়রা নং-১২০৬/২৪, কোতোয়ালী সিআর নং-১৬৯০/২৩, ধারা-এন আই এ্যাক্ট ১৩৮, প্রসেস নং-১২৬২/২৫ এর ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ অলিউজ্জামান (৩৯), পিতা-মোঃ ফজলুল হক সরকার, সাং-উজান বাড়েরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে ২০ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক সকাল ১১:৫৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাসে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, এর অপর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮০(৯)২০, জিআর নং-৭৭৬/২০, প্রসেস নং-২৬১/২৫ এর ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আরিফুল হক রনি (৩৯), পিতা-মোঃ মতি মিয়া, সাং-১৬৫/বি, আর কে মিশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে ২০ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক ১২:২৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মান্নান সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
একই কোম্পানীর অপর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮১(১১)২০, জিআর নং-৯৭৮/২০, প্রসেস নং-২৬৪/২৫ এর ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আজিম (৩০), পিতা-মৃতঃ বাদশা মিয়া, সাং-আকুয়া জুবলী কোয়ার্টার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে ২১ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক সকাল ১০:৩৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সরকারী কলেজের পাশে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply