মোছাঃনিছফা আক্তার (হবিগঞ্জ)জেলা প্রতিনিধ :
হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রাম থেকে নাজমা বেগম (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের কাজীহাটা গ্রামের হান্নান মেম্বারের বাঁশঝাড়ের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাতের গভীরে এলাকাবাসী বাঁশঝাড়ের পাশে নাজমা বেগমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্বামী জসিম উদ্দিনসহ তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনার পর এসআই মঞ্জরুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন,
“রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Leave a Reply