আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকেল ৫টার দিকে ৩ বিজিবি লোগাং জোনের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
জেসিও-নায়েব সুবেদার মো. তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত টহল দলটি উল্টাছড়ি শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে সেগুন, গামারী ও চাপালিশসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ কাঠ জব্দ করে।
পরবর্তীতে উদ্ধারকৃত কাঠসমূহ নিয়মিত প্রক্রিয়ায় বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।
বিজিবি সূত্রে জানা যায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার, অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় এলাকাবাসীরা সীমান্ত এলাকায় অবৈধ বন উজাড় বন্ধে বিজিবির এ ধরনের কার্যক্রমকে “প্রশংসনীয় উদ্যোগ” হিসেবে উল্লেখ করেছেন।
Leave a Reply