মঈনউদ্দিন, চট্টগ্রাম
সন্মানিত শিক্ষকদের উপর সরকারের পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল world humanity revolution বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
আল্লামা ইমাম হায়াত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শিক্ষকদের সামান্য দাবি নিয়ে আলোচনা না করে তাদের উপর বর্বর পৈশাচিক হামলা চলমান ক্ষমতাসীন চক্রের স্বৈরাচারী আচরণ ও মানবতাবিরুদ্ধ পাশবিক ফ্যাসিবাদি চরিত্রই প্রকাশ পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, কোনো সভ্য সমাজে ও সভ্য রাষ্ট্রে শিক্ষকদের অবমাননা করা হয় না। সীমাহীন দুর্নীতি ও হাজার হাজার কোটি টাকা লুটপাট পাচারে লিপ্ত ক্ষমতাসীন চক্র শিক্ষকদের সামান্য রুটি রুজির দাবি না মেনে পাশবিক হামলার মাধ্যমে দমন করার পরিণতিতে দেশের ভঙ্গুর শিক্ষাব্যবস্থার আরো চরম অবনতি হবে বলে আল্লামা ইমাম হায়াত উল্লেখ করেন।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত শিক্ষকদের উপর ঘৃন্য হামলার নির্দেশকারি ও হামলাকারিদের শাস্তি দাবি করেন।
Leave a Reply