শাহ কামাল সবুজঃ
বিভিন্ন উপায়ে বেহাত হওয়া প্রায় ৬১টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে আজ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জসীম উদ্দিন (পিপিএম, বার)
জানা গেছে জনাব জসীম উদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার একটি চৌকস টিম মোবাইল হারানোর জিডি তদন্ত করে সর্বমোট ৬১টি হারানো মোবাইল উদ্ধার করে।
যা পুলিশ সুপারের কার্যালয়ে আজ এক কনফারেন্সে পুলিশ সুপার মোবাইলের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। অনেকে টাকা হারিয়ে গেলে যতটা কষ্ট না পায় তার চেয়ে মোবাইল হারিয়ে গেলে বেশি কষ্ট পায়। কারণ মোবাইলে ব্যক্তিগত অনেক তথ্য, ছবি, ভিডিও এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনেক তথ্য থাকে।” তিনি আরও বলেন, “মোবাইল হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করতে হয় । জিডির একটি কপি আইসিটি শাখায় জমা দিলে আইসিটি শাখার অফিসাররা হারানো মোবাইল উদ্ধার করার জন্য কাজ করে থাকেন।”
এই সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আইসিটি শাখার অফিসার- ফোর্স উপস্থিত ছিলেন। জানা যায়, ভূক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।
Leave a Reply