মকবুল হোসেন, স্টাফ রিপোটার
১৭৯তম বিশ্ব এনেস্থিসিয়া দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সকাল সাড়ে ৮ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে র্যালী বের হয়ে কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে মচিমহার পরিচালকের অফিসের সামনে এসে শেষ হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএ সিসিপিপি,ময়মনসিংহ এর আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী।প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস।
এনেস্থিসিয়া ইন হেলথ ইমারজেন্সী শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ।
আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মামুনুর রশীদ, ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মোঃ মতিউর রহমান। সিবিএমসির পরিচালক প্রফেসর ডাঃ এম করিম খান,এনেন্থিসহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ হারুন অর রশিদ।
প্রফেসর ডাঃতানভির আহমেদ, অধ্যাপক ডাঃনজরুল ইসলাম, অধ্যাপক ডাঃ খোরশেদ আলম,ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃশফিকুর রহমান,বিএনএম সিসিপিপি এর ময়মনসিংহের সাবেক সভাপতি ডাঃদিলীপ কান্তি বিশ্বাস, ডাঃজাকির হোসেন জিকু,ডাঃ আল্লামা ইকবাল প্রমুখ।
Leave a Reply