1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সেনবাগে পিসিএল ২০২৫ এর ৮ উইকেটে জয়, ফাইনালে ফ্রিডম-২৪ - Crime Report 24
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে নানান আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কেরামত আলী: কালিয়াকৈরের উদীয়মান তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক তিস্তা বাঁচাতে হাজারো মানুষের মশাল প্রজ্জ্বলন সেনবাগে পিসিএল ২০২৫ এর ৮ উইকেটে জয়, ফাইনালে ফ্রিডম-২৪ নোয়াখালীতে লাঠিখেলা-লোকগানে বিএনপির ৩১ দফা প্রচার অসুস্থতার ভান করে হুইলচেয়ারে করে জামিন নেয়ার চেষ্টা অস্ত্র মামলার আসামি কারাগারে সদরঘাটের হক মার্কেটের ৭৩ দোকানদারের মানববন্ধন: “আমরা আমাদের দোকান ফেরত চাই” কুড়িগ্রামের ৯ কলেজে কেউ পাস করেনি এইচএসসি পরীক্ষায় ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত দখলে হকারদের দৌরাত্ম্য এবারে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পাশের হার ৫১.৫৪ শতাংশ ১৭৯ তম বিশ্ব এনেস্থিসিয়া দিবসে ময়মনসিংহে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেনবাগে পিসিএল ২০২৫ এর ৮ উইকেটে জয়, ফাইনালে ফ্রিডম-২৪

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগের প্রাণকেন্দ্রে জমজমাটভাবে চলছে ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিযোগিতা — ঢ় ঢ়ঢ়ঢ়রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ৫ম ম্যাচ, যেখানে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল — ফ্রিডম ২৪ ও ইয়াং ফাইটার্স।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইয়াং ফাইটার্স, তবে শুরু থেকেই ফ্রিডম-২৪ এর বিধ্বংসী বোলিং আক্রমণে তাদের ব্যাটিং লাইনআপ বিপর্যস্ত হয়ে পড়ে।

নির্ধারিত ১০ ওভারের ম্যাচে ১১ বল বাকি থাকতেই মাত্র ৪৭ রানে অলআউট হয় ইয়াং ফাইটার্স। দলের পক্ষে রনি ৯ বলে ১৩ ও ফয়সাল ১০ বলে ১২ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারেননি।

মাত্র ৪৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ফ্রিডম-২৪ এর ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ৩ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় ফ্রিডম-২৪, এবং সেই সঙ্গে জায়গা করে নেয় টুর্নামেন্টের ফাইনালে।

ফ্রিডম-২৪ এর দেলোয়ার ঝড়ো ৯ বলে ১৯ রান ও রনি ৩ বলে ১২ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন। বোলিং বিভাগে আরিফ ৩ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট, হৃদয় ৩ ওভারে মাত্র ৭ রান এবং তামিম ২ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট তুলে নেন।

পুরো ম্যাচ জুড়ে দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল মাঠ। দারুণ বোলিং নৈপুণ্যের জন্য তরুণ প্রতিভাবান খেলোয়াড় তামিমের ঝলমলে পারফরম্যান্সে ফ্রিডম ২৪ দলের জয় নিশ্চিত হয়, আর ম্যাচ শেষে তাকেই ঘোষণা করা হয় “ম্যান অব দ্যা ম্যাচ”।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, যিনি স্ব-হস্তে তরুণ তামিমের হাতে “ম্যান অব দ্যা ম্যাচ” পুরষ্কার তুলে দেন।

৫ম ম্যাচের ফলাফলের ভিত্তিতে ফাইনালে খেলবে ফ্রিডম ২৪ ও জায়ান্ট ক্রিকেটার্স। তাই ৬ষ্ঠ ম্যাচ নিয়ম অনুসৃত পথটি রক্ষার্থে আগামী ১৭ অক্টোবর বিকেল ৩টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে।

পুরো টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে —
দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।

“এমন আয়োজন সেনবাগে ক্রিকেটের নবজাগরণ ঘটাচ্ছে,” বলছেন স্থানীয় ক্রিকেটপ্রেমী দর্শকরা। “তরুণদের এমন পারফরম্যান্সই আগামী দিনের বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নেবে,” মন্তব্য আয়োজক কমিটির একজন সদস্যের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ