মকবুল হোসেন, স্টাফ রিপোটার
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি/দাখিল ও সমমান ও এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ৯অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও এর কৃতি সন্তান প্রফেসর ড. মো. দিদারুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আ খ ম কামরুল হাসান, পরীক্ষা উপনিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
অফিসার ইনচার্জ, পাগলা থানা ফেরদৌস আলম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম।
এ মত বিনিময় সভা উপজেলার ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সুপার/অধ্যক্ষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক এন.এম. আবদুল্লাহ-আল-মামুন।
Leave a Reply