আবু সাঈদ চৌধুরী গাজীপুর
অবাধ-সুষ্ঠু নির্বাচনে দেশপ্রেমই হবে আমাদের শক্তি: জিএমপি কমিশনার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেছেন,জাতির আশা পূরণে আগামী নির্বাচনে আমরা আমাদের মেধা, মনন ও দক্ষতার সর্বোচ্চটা ব্যবহার করবো, অবাধ-সুষ্ঠু নির্বাচনে দেশপ্রেমই হবে আমাদের একমাত্র শক্তি।
গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
রোববার (৫ অক্টোবর) দিনব্যাপী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধিতে গাজীপুরে পুলিশের প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এসব কথা বলেন।
নির্বাচনকালীন দায়িত্ব পালনে দৃঢ প্রত্যয় ব্যক্ত করে জাহিদুল হাসান বলেন,দেশ ও জাতির স্বার্থে আমরা কোনো পক্ষের নয়, আমরা শুধু দেশের পক্ষে। পুলিশ বাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন মানে শুধু দায়িত্ব নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের পবিত্র দায়িত্ব। তাই পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দেশপ্রেমের ভিত্তিতে দায়িত্ব পালনের মধ্য দিয়েই আমরা নাগরিকের আস্থা অর্জন করবো ইনশাআল্লাহ।
Leave a Reply