মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং সাদুল্লাপুর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো “জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় দুবলিয়া হাই স্কুল মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা-৫ (সদর) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আবু ইসহাক এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাকারিয়া হোসাইন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার ফায়সাল আহমেদসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন বলেন, “এই ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদন নয়, বরং তরুণ প্রজন্মকে সুস্থ মন-মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহিদদের স্মৃতিকে সম্মান জানিয়ে খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী সবসময়ই যুব উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও রাখবে।”
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৪ নং ওয়ার্ড ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে।
Leave a Reply