স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদীতে এস.আই শাহিনূর ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় পুলিশ সুপার(শিবপুর সার্কেল)রায়হান সরকার ও মনোহরদী থানার নবাগত অফিসার ইনচার্জ দুলাল আকন্দ এর নির্দেশনায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে উপজেলার হাতিরদিয়া বাজার থেকে হাতিরদিয়া গ্রামের মৃত শেখ নূরুজ্জামান এর ছেলে শেখ দেলোয়ার হোসেন ৫০ কে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়,আসামীর বিরুদ্ধে ঢাকা কোতয়ালী থানায় মামলা নং ৯২৭/২২ দায়ের ছিল। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল দায়রা নং ৫১৮৯/২৩ এর মামলার দ্বায়ে তাকে ১ বছরের কারাদণ্ড এবং ২০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে।
উক্ত মামলার প্রেক্ষিতে তাকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে মনোহরদী থানা হেফাজতে রাখা হয়েছে।
অভিযান পরিচালনাকারী এস.আই শাহিনূর জানান, আইনগত প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হবে
Leave a Reply