স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
জাতীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং সাধারণ মানুষকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খেজুর, ঔষধী ও সৌন্দর্য বর্ধনে ফুলের চারা রোপণ ও বিতরণ কর্মসূচী আজ ১৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় নগরীর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক এস.এম মোরশেদ হোসেন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এস.এম. লেয়াকত হোসেন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সংগঠক রোটারিয়ান এস.এম আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দোস্ত মোহাম্মদ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, পটিয়া উপজেলা মহিলা দলের সভাপতি ও তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা কেন্দ্র পটিয়ার আহ্বায়ক সাজেদা ইয়াসমিন রেখা, আলহাজ্ব মুনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোছলেহ উদ্দিন, গ্রীন এডর্ণ চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ কাউসার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য তাহেরা মোহরম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে এস.এম মোরশেদ হোসেন বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মানসম্পন্ন ও পরিবেশ সম্মত চিকিৎসা প্রদান করে চট্টগ্রামের প্রতিষ্ঠান হওয়ার পরও সারাদেশে চিকিৎসা ক্ষেত্রে উচ্চ আসনে অধিষ্ঠিত। তিনি বলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শুধু স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করে তা নয়, প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতায় পরিবেশ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে বৃক্ষরোপন কর্মসূচি ও চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের কাছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবার কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন জলবায়ু সংকটের মধ্যে, তাই যতবেশি সম্ভব আমাদের সকলকে বৃক্ষ রোপণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তা না হলে আগামী প্রজন্ম চরমভাবে জলবায়ু সংকটের মুখে পরবে। এই সংকট মোকাবেলায় আগামী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স সমন্বিতভাবে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে কাজ করবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমন্বয়ক লায়ন মোহাম্মদ মাহতাব উদ্দিন, আকতার হোসেন নিজামী, মো : মাসুদ রানা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, এইচ এম শামীম, মোস্তফা মোহন, লায়ন জিল্লুর রহমান শাকিল প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রাঙ্গনে ১০০ খেজুর, ঔষধী সহ বিভিন্ন সৌন্দর্য বর্ধনের ফুলের চারা রোপণ করা হয় এবং স্থানীয় জনসাধারণের মাঝে ১০০ চারা বিতরণ করা হয়।
Leave a Reply