কামাল উদ্দিন জয়,কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার জেলার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর বিশেষ অভিযানে ২৬,৭০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক আসামীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ ১০ হাজার টাকা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
রামু ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহল তৎপরতা জোরদার করে একটি সন্দেহজনক সিএনজি আটক করা হয়। এ সময় যাত্রী মো. হাছান লালু (৪৭), পিতা- মো. নুর হোছাইন, গ্রাম- দরগাছড়া, ডাকঘর- মিঠা পানির ছড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কিছু না পাওয়ায় তল্লাশি করা হয়। পরে তাঁর শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।
বিজিবি জানায়, আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply