মাইনুল ইসলাম রাজু
আমতলী বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের রাড়ি বারী ব্রিজের পাশে বসবাসরত একটি অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছোঁয়া’। সম্প্রতি ওই পরিবারটির আর্থিক সংকটের কারণে অনাহারে থাকার খবর জানতে পেরে সংগঠনের সদস্যরা তাদের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
জানা যায়, পরিবারটি চরম দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছিল। বিশেষ করে, তাদের ছোট ছোট শিশুরা খাবার সংকটের কারণে পুষ্টিহীনতায় ভুগছিল। এমন দুঃসময়ে সমাজের বিত্তবান এবং সেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। এই খবর পাওয়ার পরপরই ‘স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের কর্মীরা দ্রুত ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের জন্য চাল, ডাল, তেল, আলু, লবণসহ বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে উপস্থিত হন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা শুধু এই একবারের জন্য নয়, বরং পরিবারটির পাশে থাকার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবেন।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। ‘স্বপ্ন ছোঁয়া সেচ্ছাসেবী সংগঠন’ এর এই কার্যক্রম প্রমাণ করে যে, মানবিকতা ও সহানুভূতির হাত বাড়ালে কোনো মানুষকেই আর অসহায় থাকতে হয় না। তাদের এই মহৎ কাজ সমাজের অন্যান্য সংগঠন এবং বিত্তবানদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা যায়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন তরুনদের নিয়ে আমরা অসহায় মানুষের পাশে থাকবে সবসময়।
Leave a Reply