স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামে হাজী মফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী ১১ ও ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (স:) অনুষ্ঠিত হয়।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথম দিন বাদে মাগরিব মাহফিলে যিকির মোস্তফা (দ:) অনুষ্ঠিত হয় । এতে চট্টগ্রামের শায়ের অংশগ্রহণ করেন- সায়ের তাওসিফ রেযা কাদেরি, সায়ের ইমরান হোসেন কাদেরি, সাইফুর ইসলাম কাদেরি, তানভীর হোসেন কাদেরি, রবিউল হোসেন কাদেরি, আবু বকর কাদেরি, সাইমন কাদেরি, সায়ের হামেদ কাদেরী, সালাউদ্দিন কাদেরী, হাসান কাদেরি, ইমাম কাদেরি, সাইফুল ইসলাম কাদেরি।
দ্বিতীয় দিনে গত ১২ সেপ্টেম্বর শুক্রবার বাদে জুমা হতে খতমে কোরআন ও খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়। বাদে মাগরিব থেকে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হয়।
জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (স:) মাহফিলে হাজী মফিজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আল আযহার তাহফিজুল কুরআন মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা শায়েখ সোলাইমান আলী রজভী(মা: জি:আ:)।
বিশেষ বক্তা ছিলেন ছফর আলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ হুমায়ুন কবির কাদেরী, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন কাদেরী, শায়ের মুহাম্মদ নিজাম উদ্দিন রেযা কাদেরী।
মাহফিলের পূর্বে আলোচনায় অংশগ্রহণ করেন হাজী মফিজুর রহমান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সাহাবু উদ্দিন প্রমুখ।
উক্ত মাহফিলের এলাকার গন্যমান্য বৃক্তিবগ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply