মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
আধুনিক প্রযুক্তি নির্ভর ভূমি সেবা প্রদানের লক্ষ্যে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে ঢাকার ধামরাইয়ে তিন দিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৫ মে) বেলা সাড়ে এগারোটার দিকে পৌর শহরে একটি র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেড এ্যসিস্টেন্ট কাম-একাউন্টেন্ট মোঃ তমছের আলী।
আলোচনা সভায় বক্তারা জানান, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ভূমি মন্ত্রণালের উদ্যোগে দেশব্যাপি ভূমি মেলা অনুষ্ঠিত হচ্ছে।
অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ সম্পর্কে সেবাগ্রহীতাদের জানানো হবে।
এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply