মো: শামীম হোসেন, স্টাফ কোয়ার্টার।
সারাদেশের সকল সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের (এক্সটা মোহরার) চাকুরি রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ এক্সটা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদ জামালপুর জেলা শাখা।
আজ রবিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম এর মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি ফজলুল হক ফজল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় তারা জানান, দেশের রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা নকল নবীশরা সরকারি বিভিন্ন দপ্তর ও সাধারণ জনগণকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আসছেন। কিন্তু যুগের পর যুগ ধরে চাকুরির স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করলেও তারা বঞ্চিত হয়ে আসছেন। চলতি বছরের ২৪ মার্চ আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্থায়ী মোহরার পদ সৃজনের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
এ সময় আগামী বাজেট ঘোষণার আগেই পদ সৃজন ও রাজস্বখাতে অন্তর্ভুক্তির জন্য সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা।
Leave a Reply